সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ইভিএম-এর ব্যাপারে বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে অনেক সন্দেহ রয়েছে। তাই এই ভোটিং ব্যবস্থার বাস্তবায়নে আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। তিনি বলেন, আমরা একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চাই। সেক্ষেত্রে ভোটিং ব্যবস্থা ভোটারদের উপর চাপিয়ে দেয়া উচিৎ হবেনা। সকলের মতামত গ্রহণ করতে হবে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ আজ শনিবার তাঁর বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে কুঁড়িগ্রামের আওয়ামী লীগ দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে সম্ভাবনাময় দল। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারবে। আর এ কারনেই প্রতিদিন অনেকেই জাতীয় পার্টিতে যোগ দিতে চাচ্ছেন।
আমরা তার রাজনৈতিক ক্যারিয়ার ও জনসমর্থন বিবেচনা করে দলে নিচ্ছি। তিনি বলেন, আমাদের একটি জোট আছে, অনেকেই আমাদের সাথে জোটবদ্ধ হতে চাচ্ছে। বিএনপি’র প্রতি ঈঙ্গিত করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, একটি দল নির্বাচনে নাও আসতে পারে। তারা নির্বাচনে এলে এক ধরনের পরিকল্পনা আর না এলে ভিন্ন পরিকল্পনা আছে আমাদের। তিনি বলেন, আমাদের তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুতি আছে। প্রার্থী তালিকা প্রস্তুত আছে।
যোগদান সভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য- মোঃ হাফিজ উদ্দিন, মসিউর রহমান রাঙা এমপি, সুনীল শুভ রায়, এসমএম. ফয়সল চিশতী, মেজর অব. মোঃ খালেদ আখতার, সফিকুল ইসলাম সেন্টু।
উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা- অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান জাহাঙ্গীর, নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, শেখ মাতলুব হোসেন লিয়ন, হেলাল উদ্দিন, সম্পাদক- এমএ রাজ্জাক খান, আবু সাঈদ স্বপন, রেজাউল করিম, গোলাম মোস্তফা, বিডিআর মিলন,
কেন্দ্রীয় নেতা- মিজানুর রহমান দুলাল, মামুনুর রহমান, ওমর আলী খান মান্নাফ, খন্দকর ফিরোজ,শফিকুল ইসলাম, মোনাজাত চৌধুরী, জিয়াউর রহমান বিপুল সহ প্রমুখ।
কুঁড়িগ্রাম জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- নাছির মোল্লা, জয়নাল, আঃ হামিদ, আব্দুল জলিল, হাবিবুর রহমান, মাহাফুজুর রহমান, আওলাদ হোসেন, রেজোয়ান আলী, মনোয়ার হোসেন, আমজাদ হোসেন, আশরাফ উদ্দিন মোল্লা, রত্না বেগম।