মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : প্রথমে বিভিন্ন শিল্পীর গান গেয়ে ভাইরাল হয়েছিলেন মাহতিম শাকিব। পরে তার কণ্ঠে মৌলিক গানও শ্রোতাপ্রিয় হয়েছে। শাকিব সম্প্রতি নতুন একটি মৌলিক গান গেয়েছেন। গানের শিরোনাম ‘ভালোবাসা মিথ্যে না’। গানটির ভিডিও আকারে ঈদে আসছে হিয়া মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। গীতিকার মেহেদী হাসান লিমনের কথায় গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইয়াসিন হোসাইন নিরু। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটির প্রযোজক মোঃ হাবিবুর রহমান।
মাহতিম শাকিব বলেন, সুন্দর একটি গান এই ঈদে আসছে। গানটির কথা, সুর ও মিউজিক খুবই চমৎকার হয়েছে। গানটি নিয়ে বলতে হলে বলবো আমার সব গানের থেকে এই গানটি আলাদা একটি গান হয়েছে।’ আশা করছি আমার অন্য গানের মতো এই গানটি দর্শকদের মন ছুয়ে যাবে।
পরিচালক বলেন, মাহতিম শাকিব এই সময়ের একজন মেধাবী শিল্পী। খুবই ভলো কন্ঠের অধিকারী সে। এই গানটি ওর অন্য গান থেকে আলাদা মনে হয়েছে আমার কাছে। বাকিটা দর্শক শ্রোতারা ভালো বলতে পারবেন।
জানা গেছে, ঢাকার আশেপাশে গানটি নির্মিত হয়েছে । মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আদর ও রাইসা রিয়া।