জামালপুর প্রতিনিধি ॥
করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশন, ঝর্ণা এন্টারপ্রাইজ ও রায়হান এন্ড ব্রাদার্স। বৃহস্পতিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলায় মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশন, ঝর্ণা এন্টারপ্রাইজ ও রায়হান এন্ড ব্রাদার্সের পরিচালক মো. মাহফুজুর রায়হান জনি। ত্রাণ বিতরণকালে জনি বলেন- মহান আল্লাহতায়ালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু নিয়েই সাধারণ অসহায় দরিদ্র নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি সকল বিত্তবানদের করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পরা নিম্নআয়ের মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান। ত্রাণ বিতরণে মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশন, ঝর্ণা এন্টারপ্রাইজ ও রায়হান এন্ড ব্রাদার্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।