এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-আযহার তিন দিনে দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক দূর্ঘটনায় আহত প্রায় ২৫ জনের তথ্য পাওয়া গেছে। এছাড়াও আরো অনেক সড়ক দূর্ঘটনা আহত হয়েছে যারা প্রাথমিক চিকিৎসা ডাক্তারের চেম্বারে, ক্লিনিকে নিয়েছে বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এর মধ্যে সবচেয়ে বেশী ঈদের দিন ১৪ জন, ঈদের দ্বিতীয় দিন ৯ জন ও তৃতীয় দিনে ৫ জন চিকিৎসা নিয়েছে।
এসব হতাহতের অনেকেই আত্মীয়ের বাসায় কিংবা ঘুরতে বের হয়েছিলেন এবং অধিকাংশ আহত ব্যক্তি হলেন মোটরসাইকেল চালক ও আরোহী। এতে যেমন আহতের ঘটনা ঘটেছে তেমনি মোটরসাইকেল,ভ্যান-অটোরও ক্ষতি হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, আহতদের মধ্যে তরুণদের সংখ্যাটা বেশী। তবে চলাচলে সাবধানতা করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।