এস.এম.রকিঃ
উত্তরবঙ্গের অন্যতম সুনামধন্য বিদ্যাপীঠ, দিনাজপুর শিক্ষা বোর্ডে কয়েকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন প্রতিষ্ঠিত আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন শেষে
নবাগত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) কাজী শাহাবুদ্দিন আহম্মেদ ১৯৯৪ সালে কমিশন্ড অফিসার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। এরপর তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে জেনারেল স্টাফ অফিসার এবং সেনা সদরে মিলিটারি ইন্টেলিজেন্স স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দীর্ঘ ৬ বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ হিসেবে ডেপুটেশনে ৪ বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন করেন।

এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের প্রশিক্ষণ একাডেমি বিএমএ (ভাটিয়ারী) এর সিনিয়র ইন্সট্রাক্টর এবং পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ গত ১৪ আগষ্ট সালে সামরিক চাকরি জীবন থেকে অব্যাহতি গ্রহণ করেন এবং ১৮ আগষ্ট আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন।

নতুন অধ্যক্ষের যোগদান উপলক্ষে এবি ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ আগস্ট) অত্র ক্যাম্পাসে বরণ অনুষ্ঠান হয়।

উপস্থিত ছিলেন এবি ফাউন্ডেশনেরে প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ডাঃ শামীমা আমজাদ, এডুকেশন কনসালটেন্ট স্টিফেন লিউক মালাকার, ডা. আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোসলেম উদ্দিন, উপাধ্যক্ষ বিনয় কুমার দাস, এবি ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত কুমার রায় ও এবি পরিবারের সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন