মনজুরুল ইসলাম এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রামের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব উদ্যোক্তা, যুব সংগঠক ও প্রশিক্ষনার্থীদের সাথে উদার, অসাম্প্রদায়িক, মানবিক ও বৈশ্বিক চেতনা সম্পন্ন যুব সমাজ গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম সহ গণমাধ্যমের কর্মীবৃন্দ।

দক্ষ যুব উদ্যোক্তারাই আমাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অগ্রগন্য ভূমিকা রাখছে। সদাশয় সরকার যুবকদের জন্য বহুমাত্রিক নানাবিধ উন্নয়ন পরিকল্পনা, অর্থায়ন ও দক্ষতা বৃদ্ধির কার্যক্রম হাতে নিয়েছে।

অতিথিরা আরও বলেন, দক্ষ যুবকেরা কখনো মাদক গ্রহন করেনা। দক্ষ যুবকেরা কখনো সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে দেয় না। দক্ষ যুবকেরাই প্রগতিশীল বাংলাদেশের প্রতিচ্ছবি। বাংলাদেশের রুপকল্প বাস্তবায়নে দক্ষ প্রগতিশীল যুবসমাজের কোন বিকল্প নেই।

পুরো অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সকলের সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *