শেখ মোঃ সাইফুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ।

উদ্বোধনের পরেও সেবা দিতে পাচ্ছে না গাইবান্ধার পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনটি। গত ২০১৮ সালের ১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন হতে মাননীয় প্রধানমন্ত্রী একযোগে ৪৬টি জেলায় উদ্বোধন করেন ফায়ারসার্ভিস ভবন গুলো। এ তালিকার মধ্যে পলাশবাড়ী ফায়ার সার্ভিসটি রয়েছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে পারেনি ভবনটি। বিভিন্ন দুর্ঘটনায় গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ফায়ারসার্ভিসের উপর নির্ভর করতে হয় এ উপজেলাবাসীকে। উল্লেখিত স্টেশন গুলো পলাশবাড়ী হতে প্রায় ২০কিঃমিঃ দূরে অবস্থান। দেখা যায়, অনেক সময় দুর্ঘটনার ৪০ থেকে ৪৫ মিনিট পর ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে।
কিন্তু পলাশবাড়ী ফায়ার সার্ভিসটি চালু করা গেলে শহরের ভিতরে যে কোনো জায়গায় মাত্র ৫ মিনিটে উপস্থিত হতে পারতো।

এ বিষয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক এ প্রতিবেদককে জানান, ভবনের কাজ শেষ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল প্রস্তুত রহিয়াছে
কিন্তু বিদ্যুৎ ও পানির সঞ্চালন কাজ বাকী থাকায় হস্তান্তর করতে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি।

এমতবস্থায় পলাশবাড়ী বাসীর জোরালো দাবি, গরমের সময় যেহেতু অগ্নি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে তাই গরমের আগেই যেন,পলাশবাড়ী ফায়ার সার্ভিসটি কাঙ্খিত সেবা চালু করতে পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ পলাশবাড়ী পৌরসভার মেয়র মহোদয় দৃষ্টি কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *