মুর্শিদ আলম মুরাদ,আদিতমারী সংবাদ দাতাঃ

লালমনিরহাট আদিতমারী উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে মাহমুদ ওমর চিশতীকে সাধারণ সম্পাদক পদে চাইছেন তৃনমুল আওয়ামীলীগ।

আগামী ৮ অক্টোবর লালমনিরহাট আদিতমারী উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন ২০২২ইং কে কেন্দ্র করে তৃনমুল আওয়ামীলীগের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে চাইছেন পরিবর্তন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে কমলাবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শহীদ সামছুল ইসলাম সুরুজ চেয়ারম্যান এর ছেলে মাহমুদ ওমর চিশতী প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

মাহমুদ ওমর চিশতী প্রার্থী হিসেবে ঘোষণা দিলে আদিতমারী উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা তার পক্ষে সমর্থন করে বিভিন্ন মিছিল ও মিটিং করেন।

লমনিরহাটের আদিতমারী উপজেলার তিন নং কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ২৫ বছর বয়সে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাহমুদ ওমর চিশতি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ও লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন ওমর চিশতি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্স পাস করেন।

গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাহমুদ ওমর চিশতি নৌকা প্রতীকে বিপুল সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন। মাহমুদ ওমর চিশতির বড় ভাই ফারুক ইমরুল কায়েস আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান। তার বাবা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা সামসুল ইসলাম সুরুজ আমৃত্য চেয়ারম্যান এবং লালমনিহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০০২ সালে ২২ ডিসেম্বর বিএনপি জামায়াত আমলে এই জনপ্রিয় নেতাকে হত্যা করা হয়।

মাহমুদ ওমর চিশতি বলেন, পারিবারিকভাবে আওয়ামীলীগ হওয়ায় অল্প বয়স হতেই আমার রাজনীতিতে আসা। আমার বড় ভাই আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক। কমলাবাড়ী ইউপি চেয়ারম্যান হয়ে আমার বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো করে যাচ্ছি সেই সাথে উপজেলা আওয়ামীলীগের সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। তিনি আরো জানান এই আদিতমারী উপজেলায় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দলে ত্যাগী নিঃস্বার্থ কর্মীদের মূল্যায়ন না করে হাইব্রিড, বিএনপি জামায়াত দল থেকে আসা লোকজনকে নেতা বানানো হয়েছে।

আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে আরো যারা প্রার্থী হয়েছেন তারা হলেন সভাপতি পদে বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম মানিক, মোহাম্মদ আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক পদে আছেন মাহমুদ ওমর চিশতী, রফিকুল আলম, মিজানুর রহমান মিজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন