রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে ঠাকুরগাও বিজ্ঞ আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। উপজেলার কাশিপুর গ্রামের মৃত খতে আলীর ছেলে মোঃ আলী মিঞা বৃহস্পতিবার ৬ অক্টোবর দণ্ড বিধির ৪০৬/৪১৭/৪৬৫/৫০৬(২) ধারামতে আদালতে অভিযোগটি দাখিল করেণ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সনদ যাচাই বাছাই কালে ১১টি সনদ পত্র সন্দেহজনক হয়। প্রেক্ষিতে ২২ অক্টোবর উপজেলার চোপড়া গ্রামের মৃত দর্শন আলীর ছেলে মোঃ হাফিজউদ্দিনের সনদের বিষয়টি নিয়ে শাহাবাগ থানাধীন সরকারি পরিবহন পুল ভবন, সচিবালয় সংযোগ সড়কস্থ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে শুনানী হয়। সনদটি মিথ্যা প্রমানিত হলে মোঃ হাফিজের বিরুদ্ধে শাহবাগ থানায় পেনাল কোড ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২/৩৪ ধারামতে একটি মামলা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম ৩ লক্ষ টাকার বিনিময়ে উক্ত সনদটি দেন বলে বিবাদীর স্ত্রী ও মেয়ে তৎক্ষনিকভাবে দাবি জানায়। এ ছাড়াও ২৪ অক্টোবর আঃ হামিদ বাদি হয়ে ঠাকুরগাও আদালতে প্যানেল কোড ৪০৬/৪১৭/৪৬৫/৫০৬(২) ধারামতে উপজেলা কমান্ডারের বিরুদ্ধে আরেকটি অভিযোগ করেন। মামলাগুলো চলমান রয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতি, হয়রানিসহ উপজেলার মুক্তিযোদ্ধাদের হুমকি দেওয়ার অভিযোগ অহরহ শোনা যায়। বিরঙ্গণাদের মুক্তিযোদ্ধা ভাতা ও সকল প্রকার সরকারি সুযোগ সুবিধাদি করে দেওয়ার নাম করে টাকা পয়সা নিয়ে অহসায়দের হয়রানি করে আসার অভিযোগ রয়েছে। বিরঙ্গণাদের কাজ না করে তাদের ও একই ভাবে বিরঙ্গণার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুকমি দিয়ে আসছে। অসাধু মুক্তিযোদ্ধা কমান্ডারের কালো ছায়া থেকে মুক্তি পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আকুতি জানিয়েছেন এলাকাবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন