কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন পান্ডুল ইউনিয়নে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গত ২৯ মার্চ কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ পান্ডুল ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে পান্ডুল হাইস্কুল মাঠে কর্মী সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম ৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু। কর্মী সম্মেলন ও আলোচনা সভায় আসন্ন পান্ডুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পান্ডুল ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ পান্ডুল ইউনিয়ন শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা তহসীন আলী, মোঃ নুরুল আমিন (আর.ই), ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী সাজু। কর্মী সম্মেলনে বক্তারা আগামী দিনে পান্ডুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *