কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব আলী মোল্লা আর নেই ( ইন্নালিল্লাহি—-রাজিউন। আজ মঙ্গলবার ভোর ৫টায় তিনি উলিপুরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৭) বছর। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য জেলা ও উপজেলা আওয়ামী লীগ,সামাজিকও সাংস্কৃতিক সংগঠনে নেতা কমীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন । বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কাযালয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উলিপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাযা শেষে উলিপুর কবর স্থানে তাকে দাফন করা হয়।