কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোড়াই পাঁচপীর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সম্প্রতি আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ কুড়িগ্রাম ৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। গোড়াই পাঁচপীর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহির আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ , উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তারিকুল ইসলাম , গোড়াই পাঁচপীর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি বিনয় চন্দ্র বর্মন। গোড়াই পাঁচপীর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।