বিপুল রায় – স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে পরিবেশবাদী সংগঠন অরণ্য এর উদ্যোগে ১০০ টি পরিবারের মাঝে ফলজ বনজ,ঔষধী চারাগাছ বিতরন করেন। আজ ২৮-০৭-২০২৩ শুক্রবার সকাল ১১ টায় উক্ত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাদীর গ্রামে ১০০ টি পরিবারের মাঝে ১ টি করে আম গাছ ও ১ করে নিম গাছসহ মোট ২০০ টি গাছ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অরণ্য সংগঠনের দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃএনামুল হক, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি মাহামুদুল হাসান শাহীন ও মোঃ মহসিন আলি দুলাল, এছাড়া আরো উপস্থিত ছিলেন একরামুল হক,অরণ্যের উপদেষ্টা নুর আমিন ও অরণ্যের মাঠপর্যায়ের সকল সদস্য বৃন্দ।
উক্ত বক্তারা বলেন, বতমান বৈশ্বিক জলবায়ু অস্বাভাবিক পরিবতন রোধে আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ লাগানো এর ধারাহিকতায় অরণ্য কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে গাছ রোপন করে আসতেছে ।গাছ রোপন করা অরণ্যে এক মাত্র লক্ষ এভাবে এগিয়ে যাবে পরিবেশবাদী সংগঠন অরণ্য।