কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় এক দোকানির বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করেন কুড়িগ্রামের উলিপুরের মনসুর আলী। রবিবার (৬ মার্চ) অভিযোগের প্রেক্ষিতে উলিপুর বাজারের হান্নান স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযোগের সত্যতা পাওয়ায় দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার টাকার ২৫ শতাংশ (এক হাজার ২৫০ টাকা) তাৎক্ষণিক অভিযোগকারী মনসুর আলীকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উলিপুর বাজারের হান্নান স্টোরের দোকানি দুই লিটার সয়াবিন তেলের মূল্য নির্ধারিত দামের চেয়ে ১৪ টাকা বেশি নিয়েছিলেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে জরিমানা করা হয়।
মোস্তাফিজুর রহমান জানান, রবিবার উলিপুর বাজার ও উপজেলার অনন্তপুর বাজার এলাকায় তদারকি অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি, কসমেটিকসের খুচরা মূল্য উল্লেখ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি এবং ওজনে কম দেওয়ায় পাঁচ প্রতিষ্ঠানকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উলিপুর থানা পুলিশের সহযোগিতায় পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম দুলু অভিযানে অংশ নেন।