কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪টি ঘরসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন হাতিয়া ইউনিয়নের চর গুজিমারী গ্রামে।জানা গেছে, ওই গ্রামের টগরু শেখের পুত্র আব্দুল হাকিম রাতে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য আগুন জ্বালিয়ে রাখেন। পরে সে আগুন গোয়াল ঘরে লেগে তা মূহুর্তেই ছড়িয়ে পড়ে। এ সময় বসত বাড়ির ৪টি টিনের ঘর, নগদ ১৬ হাজার টাকা, প্রায় ৬০ মণ ধানসহ জমির প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।হাতিয়া ইউপি চেয়ারম্যান বি এম আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।