রোকনুজ্জামান মানু উলিপুর (কুড়িগ্রাম) ঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলতি মৌসুমে ২১ হাজার ২৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত আমন মৌসুমের চেয়ে ২৫০ হেক্টর বেশী। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় একটি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে চলতি মৌসুমে ২১ হাজার ২৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬৫০ হেক্টর জমিতে হাই ব্রিডজাত, ১৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে উফশি জাত এবং ৭ হাজার ১৫০ হেক্টর জমিতে স্থায়ী জাতের ধান চাঘ করা হবে। আগামী ১৫ জুলাই থেকে জমিতে রোপা আমন চারা রোপন শুরু করবে কৃঘকরা। এজন্য কৃষকরা ১ হাজার ৭৯০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করে বীজ বপন সম্পন্ন করেছেন। কৃষক থেতরাই ইউনিয়নের ঁজলিল, ধরনীবাড়ীর আব্দুর ছাত্তার, গুনাইগাছ মোজাম্মেল সহ অনেকে জানান, বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত জমিতে হালচাষ দেয়া সম্ভব হচ্ছেনা। তবে পর্যাপ্ত বৃষ্টি না হলে একদিকে আমন চাষ বিলম্ব হতে পারে, অন্যদিকে এর ফলন কম হওয়ারও আশংকা করছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অশোক কুমার জানান, আবহাওয়া অনুকুলে রয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে আমনের চারা রোপণ শুরু করবে কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *