উলিপুর প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে এক শিক্ষক ছাগল চুরির সাথে জড়িত থাকায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রাজবল্লভ এলাকায়।
অভিযোগ উঠেছে, রাজবল্লাভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুনুর রশিদ নয়ন তার এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় রহস্যজনকভাবে ঘোরাফেরা করতো। গত শনিবার উপজেলার দক্ষিন দলদলিয়া গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র এরশাদুল হকের খয়েরি রংয়ের একটি খাসি হারিয়ে যায়। গতকাল রবিরার একই এলাকার বাসিন্দা কল্ল্যাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক এরও একটি খাসি হারিয়ে যায়। ছাগল হারানোর বিষয়টি এলাকায় চাউর হলে জনৈক এক শিক্ষক জানান, আল মামুনুর রশিদ নয়ন নামের এক শিক্ষককে দুইদিন মোটরসাইকেলে করে দুইটি ছাগল নিয়ে যেতে দেখেছি। এরই সূত্র ধরে আজ সোমবার সকালে ঐ শিক্ষকের বাড়িতে গিয়ে আকস্মিক ভাবে এলাকার লোকজন তল্লাশী করে ছাগল দুইটি উদ্ধার করে। এসময় অভিযুক্ত শিক্ষক বাড়ি সংলগ্ন রাজবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। ছাগল উদ্ধারের সময় শিক্ষকের পিতা আলহাজ¦ আজিজুল হক পূত্রের অপকর্মের জন্য ছাগল মালিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু বাদসাধেন এলাকাবাসি। পরে বিক্ষুব্ধ জনতা চুরি করে আনা ছাগল ২ টি রাজবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রিসহ এলাকাবাসি হুমড়ি খেয়ে পড়েন। এসময় ওই শিক্ষক অবস্থা বেগতিক দেখে দ্রæত সটকে পড়েন। এলাকাবাসি চুরির সাথে জড়িত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে স্কুল মাঠে বিক্ষোভ প্রদর্শন করেন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ আঃ সালাম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বাীকার করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক আল মামুনুর রশিদ নয়নের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ইউপি সদস্য আঃ জলিল ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবী করেন।
উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।