কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন ১০টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ইউনিয়ন শাখা কমিটির বর্ধিত সভার তারিখ ঘোষণা করেছেন উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করণের লক্ষ্যে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রতিটি ইউনিয়ন কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
১০টি ইউনিয়নের বর্ধিত সভা উলিপুর অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হবে। হাতিয়া ইউনিয়নের বর্ধিত সভা ০২ নভেম্বর’২০২১ইং সকাল ১১ ঘটিকায়। দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ০৩ নভেম্বর’২০২১ইং সকাল ১১ ঘটিকায়। পান্ডুল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ০৩ নভেম্বর’২০২১ইং বিকাল ৩ ঘটিকায়। বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ০৪ নভেম্বর’২০২১ইং সকাল ১১ ঘটিকায়। সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ০৫ নভেম্বর’২০২১ইং সকাল ১১ ঘটিকায়। ধামশ্রেণি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ০৬ নভেম্বর’২০২১ইং সকাল ১১ ঘটিকায়।
থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ০৬ নভেম্বর’২০২১ইং বিকাল ৩ ঘটিকায়, তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ০৭ নভেম্বর’২০২১ইং সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হবে। গুণাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগ ও ধরণীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা স্থগিত রয়েছে, যা পরবর্তীতে তারিখ ঘোষণা করা হবে।
ঘোষিত তারিখ অনুযায়ী সকল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে লিখিত ভাবে জানিয়েছেন উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
তিনি আরো জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা সম্মিলিত ভাবে কাজ করছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বেগবান রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধশালী দেশ গঠনে সকল নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।