কবি -মোঃ আতিকুর রহমান
একটুখানি ভালো থাকার জন্য
করি কতো আয়োজন
অর্থ-বিত্ত ছাড়া এ ভুবনে
কে কার আপন।
অর্থ থাকলে হৃদয়ের আকাশে
ফোটে রংবেরঙের ফুল
অর্থবিহানে শত চেষ্টা করেও
পাবেনা জীবনের কূল।
একটুখানি ভালোবাসা পেতে
করি কতো সাধনা
নিয়তির নির্মম পরিহাস জুটেছে
দুঃখ-কষ্ট বেদনা।
একটু সুখের আশায় হাসিমুখে
বরণ করি কষ্ট
পোড়া কপালে সুখ জোটেনি
জীবন হয়েছে নষ্ট।
মিলানো বড় দায় জীবনের
জটিল কঠিন সমীকরণ
পেয়েও সব হারিয়ে ভাগ্যকেই
করতে হয় বরণ।
স্বপ্নের রঙিন সিঁড়ি বেয়ে
সময় বয়ে যায়।
আশায় হন্য হয়ে ছুটি