ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনকে বিভিন্ন ষড়যস্ত্রের হাত থেকে রক্ষা ও বিভিন্ন সময়ে মিথ্যা-বানোয়াট অভিযোগ, সংবাদ পরিবেশনের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে ইউএনও’র মাধ্যমে স্বারকলিপি প্রদাণ করে। স্বারকলিপিতে উল্লেখ-প্রতিষ্ঠানটি বৃটিশ আমলে ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সহিত পড়ালেখার মান অক্ষুন্ন রেখেছে। এর অবস্থান উপজেলা ক্যাম্পাস সংলগ্ন। এর অবকাঠামো, উপকরণ ও সম্পদ পর্যাপ্ত। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মত এ বিদ্যালয়টিও বিদ্যালয় পরিচালনা নীতিমালার আলোকে পরিচালিত হয়ে আসছে। বর্তমান সরকারের ডিজিটালাইজ্ড যুগে অনিয়মে চলা কিংবা পরিচালনা করা সম্ভব নয়। বিদ্যালয়টিকে অবৈধভাবে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে একটি কুচক্রিমহল ষড়যন্ত্র করে মিথ্যা, মনগড়া, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিতভাবে অভিযোগ করে আসছে। যা গত ১০জুলাই ২০১৭ তারিখে ভাড়াকরে দুইজনকে অভিযোগকারী বানিয়ে মনগড়া ৮০ লক্ষ টাকার একটি অভিযোগ মাননীয় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে করেছিলেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা সরজমিনে তদন্তে এসে অভিযোগকারী দ্বয়কে আহবান করলে একজন অভিযোগের কথা অস্বীকার করে বলেন, ‘আমি কোন অভিযোগ করিনি। আমার নাম দিয়ে অন্য কেউ করে থাকতে পারে’। দ্বিতীয় অভিযোগকারী উপস্থিত হয়ে বলেন, ‘এ অভিযোগের আমার কাছে কোন তথ্য প্রমাণ নেই বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন’। এতে ষড়যন্ত্রকারী সম্পূর্ণ ব্যর্থ হয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক-কর্মচারী এমনকি বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানীত সভাপতির বিরুদ্ধেও স্থানীয় ভোলাহাট থানায় ১০ নভেম্বর ২০১৭ তারিখে একটি অভিযোগ করেন। যা সরজমিনে তদন্তে মিথ্যা প্রমানিত হয়। এতেও কোন ফল না পেয়ে ষড়যন্ত্রের জাল আরও বিস্তৃত করে বিদ্যালয়ের সম্মানীত প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি সহ কয়েকটি বিষয়ে ষড়যন্ত্রমূলকভাবে অভিযোগ এনে গত ০৪ ডিসেম্বর ২০১৭ তারিখে বহিরাগত কিছু ব্যক্তি, কিছু প্রাক্তন ছাত্র দিয়ে একটি মানববন্ধন করে। উল্লেখ্য-এতে বিদ্যালয়ের বর্তমান কোন শিক্ষার্থীর উপস্থিতি কিংবা অংশ গ্রহণ ছিল না। প্রতিষ্ঠানটি আশঙ্কা করছেন, আগামীতে আরও কোন গভীর ষড়যন্ত্র করে বিদ্যালয়ের অপূরনীয় ক্ষতিসাধন করতে পারে। এমতাবস্থায় ১০৭ বছরের ঐতিহাসিক ঐতিহ্যে লালিত আমাদের প্রাণের প্রতিষ্ঠান ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনকে সকল ষড়যন্ত্রের কবল থেকে রক্ষা করতঃ ইনস্টিটিউশনটির সুনাম, সুখ্যাতি ও ঐতিহ্য রক্ষা এবং ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট স্বারকলিপি প্রদাণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *