নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকটায় বিপুল পরিমান ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী থানার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীরকুটি গ্রামের জাহিদুল ইসলাম(৪২)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দক্ষিন বলদিয়া গ্রামে একটি স্থানে মাদক বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করেন। পরে দক্ষিণ বলদিয়া গ্রামের জৈনক জুলমত আলীর বাঁশবাগান ওঁত পাতে পুলিশ। রাত দেড়টার দিকে ওইস্থান থেকে জাহিদুল ইসলামকে আটক করে পুলিশ। এসময় তার কাছে ৬৬টি বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ পাওয়া যায়। পরদিন বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।