স্টাফ রিপোর্টারঃ
কচাকাটায় তাবলীগ জামাতে আসা এক মুসল্লীর মৃত্যু হয়েছে।
জানাগেছে কুড়িগ্রাম জেলার সদর মার্কাস মসজিদ হতে গত ৪ অক্টোবর তাবলীগ জামাতের আমির মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি জামাত কচাকাটা থানা এলাকায় আসে। বিভিন্ন মসজিদে ঘোরার পর গত ৩১ অক্টোবর কচাকাটা বাসস্ট্যান্ডে মসজিদে অবস্থান করে। রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় ঐ তাবলীগ জামাতে আসলাম হোসেন(৫২) বুকে ব্যথা অনুভব করে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন। আসলাম হোসেন কুড়িগ্রাম সদর থানার চর কুড়িগ্রাম এলাকার মৃত মোসলেম উদ্দিনের পুত্র। কচাকাটা থানার ওসি মাহবুব আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন মৃতের আত্মীয় স্বজনের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।