কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ –
কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের গঙ্গাধার নদী ভাঙ্গনের শিকার জেলেপাড়া,বলদিয়া ইউনিয়নের দুধকুমর নদের ভাঙ্গন কবলিত সতিপুরী ও সুবলপাড় এলাকার ৫১ টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ঢাকাস্থ টঙ্গী প্রেস ক্লাব ও টঙ্গী কালচারাল সোসাইটির অর্থায়নে কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশন বৃহস্পতিবার বিকেলে এ কর্মসুচি বাস্তবায়ন করে।এ সময় উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন-অর রশীদ,কচাকাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল, সুবল পাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সফিক সরকার,কচাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান কবির,কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য এবিএম সাইদুল ইসলাম,এড:রাশেদুল ইসলাম, কচাকাটা প্রেস ক্লাবের সম্পাদক রফিকুল ইসলাম ও কেডিএসএস’র পরিচালক মমিনুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন