নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের কচাকাটায় জনপ্রতিনিধি,শিক্ষক ও সুধিসমাজের সাথে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়ছে। একই সাথে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার সকালে কচাকাটা থানায় এ মতবিনময় সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহাফুজুল ইসলাম, নাগেশ্বররী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান, কেদার ইউপি চেয়ারম্যান আ,খ,ম ওয়াজিদুল কবির রাশেদ প্রমূখ।
মতবিনিময় সভা শেষে উপস্থিত ও চরাঞ্চলের ২শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার। এর আগে উপজেলা পরিষদের বরাদ্দে কচাকাটা থানায় নির্মিত একটি গোলঘর উদ্বোধন করা হয়।