নূর-ই-আলম সিদ্দিক ও রফিকুল ইসলাম কচাকাটা ব্যুরো অফিস ॥
কুড়িগ্রামের প্রস্তাবিত উপজেলায় কচাকাটায় উজানের পাহাড়ী ঢলে রবিবার ভোর থেকে দুধকুমর, ব্রহ্মপুত্র, গঙ্গাধর ,শংকোষে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। প্লাবিত হচ্ছে নুতুন নতুন এলাকা। গত ৩৬ ঘন্টায় প্লাবিত হয়েছে ৪০ টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে ২ সহ¯্রাধিক পরিবার। পানি উঠেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী সোনাহাট পয়েন্টে দুধকুমরের পানি বিপদসীমার ১.৪ সে.মি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে বিপতসীমার কাছাকাছি ২৬ সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধিতে ইতোমধ্যে তলিয়ে গেছে দুধকুমর, ব্রহ্মপুত্র, গঙ্গাধর ও শংকোস বিধৌত নারায়নপুরের বালারহাট, কন্যামতি, চৌদ্দঘুড়ি, মাঝিয়ালী, পাখিউড়া, নুনখাওয়ার কাটগিরী, কালিকাপুর, চরপাটতলা, ফকিরগঞ্জ, ধরকা, সারিসুরি, কচাকাটার ধনিরামপুর, শৈলমারী, তরিরহাট নতুন বাজার বদুর দোলা, ব্যাপারীর চর, কেদারের টাপুর গ্রাম, সাতানা, পুটিমারী, বিষ্ণুপুর, বল্লভের খাসের টাপুরচর, ফান্দিরচর, নামারচর, কালীগঞ্জের ফান্দির ভিটা, সাহেবগঞ্জ, ধনীরপাড়, পুর্ব কুমড়িয়ারপাড়, নামারচর, বেরুবাড়ীর সবুজপাড়া, কপিলেরচর, চররহমানেরকুটি, খেলারভিটা, বামনডাঙ্গার চরলুছনি, আনছারহাট, কুটি বামনডাঙ্গা, মিনাবাজার, পানাতিটারী ও রায়গঞ্জের পাঁচমাতাসহ ৪০ গ্রাম।
অব্যাহত পানি বৃদ্ধিতে নতুন করে আরো প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। পানি উঠেছে নুনখাওয়ার ফকিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, সারিসুরি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ব্যাপারীরচর সরকারী প্রাথমিক, নারায়নপুরের পদ্মারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বামনডাঙ্গার আনছারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে। রাস্তা তলিয়ে যাওয়ায় বিদ্যালয়ে আসতে পারছে না শিক্ষার্থীরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ বলেন এ বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষনে কন্ট্রোলরুম খোলা হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। ইতোমধ্যে সরকারীভাবে পর্যাপ্ত ত্রাণসামগ্রী পাওয়া গেছে। যথাসময়ে তা বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে।এছাড়া আজ ১০ জুলাই কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি বন্যা পরিস্থি দেখতে ভিতরবন্দ ও নুন খাওয়া ইউনিয়ন পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *