স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের কচাকাটায় আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে থানা অডিটরিয়ামে প্রতিটি পুজা মন্ডপে শান্তি শৃংখলা ও নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শওকত আলী। কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আসন্ন দুর্গাপুজায় সার্বক্ষনিক নিরাপত্তা ও শৃংখলা বজায় রাখতে করনীয় সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুবলপাড় বাজার পুজা মন্দিরের সম্পাদক শ্রী অখেন চন্দ্র সাহা,মাদারগঞ্জ বাজার সার্বজনীন পুজা মন্দিরের শ্রী শীবেন্দ্রনাথ চ্যাটার্জ্জি,চান্দের ভিটা গ্রাম দুর্গা মন্দিরের শ্রী উত্তম কুমার কর্মকার প্রমুখ।চলতি বছর কচাকাটা থানার কচাকাটা,গাবতলা,বলদিয়ার মাঝিপাড়া,মাদরগঞ্জসহ ১০টি পুজা মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে বলে পুজা উৎযাপন কমিটির সদস্যরা জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুজা উৎযাপন কমিটির উদ্দেশ্যে তার বক্তব্যে জানান আসন্ন দুর্গাপুজায় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক পর্যবেক্ষন ও শান্তি শৃংখলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন