কচাকাটা(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের কচাকাটায় পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যা। লাশ ফাঁসীতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা।
ঘটনায় প্রকাশ গত ২৪ মে বুধবার কচাকাটা থানার কেদার ইউনিয়নের নয়ানা মাঝি পাড়া গ্রামের শ্রী নিবারন চন্দ্র বিশ্বাস (৪৫) এর সঙ্গে তার স্ত্রী তৃপ্তি রানীর পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার সুত্রপাত হলে স্বামী নিবারনের বেধড়ক পিটুনীতে তৃপ্তি রানীর মারা গেলে রাতের অন্ধকারে বাড়ির পিছনে কাঠাল গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখে গা ঢাকা দেয়।
পরে কচাকাটা থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায়। এ ব্যাপারে কচাকাটা থানার অফিসার ইনচাজ মোঃ জাকির-উল-ইসলাম জানান লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কচাকাটা থানায় একটি ইউডি মামলা হয়েছে মামলা নং ৩ তারিখ-২৪.৫.২০১৭ই।