কচাকাটা প্রতিনিধি ॥
গত ১৬মার্চ রাত আনুমানিক ১২ টায় কচাকাটা বাজারে জাকারিয়া মাষ্টারের দোকান ঘরে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে অগ্নিকান্ডে তাৎক্ষনিক প্রতিরোধ না হওয়ায় অল্প সময়েই আগুন প্রসারিত হয়ে উক্ত জাকারিয়া মাষ্টারের দোকানের মালামালসহ বাসার সমস্ত সামগ্রী পুড়ে ভস্মিভূত হয়। অতঃপর বাজারের লোকজনের চিৎকারে লোক সমাগম হলেও সমুদয় ক্ষতি সাধন হয়। স্থানীয় সূত্রে জানাযায়, জ্বালানী পেট্রল সংরক্ষণ ভূলে এ অগ্নিকান্ড ঘটতে পারে। বিষয়টি তাৎক্ষনিক জাতীয় সংসদ সদস্য জনাব এ.কে.এম মোস্তাফিজুর রহমান মহোদয়কে অবহিত করলে তিনি দ্রুত ফায়ার সার্ভিস প্রেরণের ব্যবস্থা করেন। অবশ্য অগ্নি নির্বাপক গাড়ী আসার পূর্বেই জনতার অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিউল ইসলাম চৌধুরীকে অবগত করলে, তিনি পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পাঠালে পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্থ দোকানের আংশিক মালামাল সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করেন। পরের দিন ১৭মার্চ কুড়িগ্রাম-১ জাতীয় সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সান্তনা ও সমবেদনা জানান।