কচাকাটা প্রতিনিধিঃ কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান । এই বিদ্যালয়ের ব্যাচ-০৬ এর একদল প্রাক্তন শিক্ষার্থীদের মহৎ উদ্যোগে দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যে ১০০ টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারের নিকট চাল, ডাল, তেল, লবন, আলু, চিনি, সেমাই ও সাবান বিতরণ করা হয়। গত ২৩.০৫.২০২০ ইং তারিখে কচাকাটা বাজারে ব্যাচ-০৬ এর জাহিদ, সফিয়ার, জহুরুল, সহিদ, ফজলু, মিজানুর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ও সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে উক্ত ঈদ উপহার বিতরণ করা হয়।
উপকারভোগীদের সাথে কথা বলে জানা যায় যে ব্যাচ-০৬ এই মহৎ কাজে তারা অত্যন্ত আনন্দিত এবং একই সাথে বিপদের দিনে তাদের পাশে দাড়ানোয় তারা আবেগাপ্লুত। উপকারভোগীরা বলেন “ওমরা গুল্যা তো আমারে ছাওয়া পওয়া (মানে ছেলে-মেয়ে), আমার ছাওয়া পাওয়া’র হর নেহাপড়া করিয়া আমাক গুল্যাক যে ভুলি যায় নাই আমরা তাতে খুশি”।
এ ব্যাপারে ব্যাচ-০৬ এর কয়েকজন সদস্যের সাথে কথা বললে তারা বলেন যে, “দেশের চলমান পরিস্থিতি ও সংকটময় সময়ে আমরা আমাদের নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এলাকার অসহায় ও গরীব মানুষের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আর তারই ক্ষুদ্র প্রয়াস হিসেবে ব্যাচ-০৬ এর প্রত্যেক সদস্যদের অনুদানে একটি তহবিল গঠন করে আমাদের কার্যক্রম বাস্তবায়ন করেছি। ব্যাচ-০৬ এর প্রতিটি বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তাদের অবদান ও সার্বিক সহযোগিতার জন্য “। ব্যাচ-০৬ এর সদস্যরা মনে করে দেশের সচেতন নাগরিক হিসেবে এলাকার বিত্তশালী লোকেরা এহেন পরিস্থিতিতে তাঁদের আশেপাশের গরীব ও অসহায় মানুষের পাশে দাড়াবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবে। কচাকাটা হাই স্কুল “ব্যাচ-০৬” এর সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা আর বন্ধুত্বের প্রগাঢ় বন্ধন আবারো প্রমাণ করে দিলো যে “ইচ্ছা থাকলে উপায় হয়”।