কবিতা-
”অসাহায় নির্বাক আমি”
লুবনা জেরিন সীমা।
তাং– ২৭/০৮/২০২২
কখনো জানতে চেওনা
তোমাকে হারিয়ে আমি কেমন আছি
নির্বাক অবরুদ্ধ নয়নে তাকিয়ে থাকি
সময়ের অপেক্ষায়!
হঠাৎ আমাকে চমকে দিয়ে বলবে
চল ঘুরে আসি,
মন খারাপ করোনা মেয়ে,
তোমার প্রিয় সেই কর্ণফুলীর তীরে
হাত ধরে বসবো পাশাপাশি
গান শোনাতে বলবে
তুমি যে আমার ওগো তুমি যে আমার..।
একগুচ্ছো কলমি ফুল গুঁজে দিয়ে বলবে বাহ্ তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে
ফুলের চেয়েও সুন্দর তুমি।
তাকিয়ে থাকবে অপলক দৃষ্টিতে,
আমি নিজেকে তখন প্রিন্সেস ডায়না কিম্বা মোনালিসা ভাববো
সেই আগেরমত করে
আর মুচকি হাসিতে সুখ খুঁজে নেব!
জানোতো আমার সেই সুখের দিনগুলো
আবার ফিরে পেতে ইচ্ছে করে
কোথায় হারিয়ে গেল সেইসুখের দিন!
মনটা সব সময় বিষন্নতায় ভরে থাকে কেন?
আমিতো সেই আমিই রয়েগেছি
কিন্তু আমার মন আর আমার সৌন্দর্যটুকু কালের স্রোতে হারিয়ে ফেলেছি
খুঁজে পাচ্ছিনা আর –
নিত্যদিন একা একা থেকে
মাঝেমাঝে নিজেকে পঁচা লাশের মত মনেহয়।
নিস্প্রাণ এই দেহমন এখন কেবলই
জীবন্ত এক পিরামিড আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন