উত্তরাধিকার
রতন সেনগুপ্ত
কলকাতা,ভারত।
বড় বিলম্বিত রক্তপাত
শেয়াল টেনে নিয়ে গেছে আগাছার জঙ্গল থেকে দূরে
অবশিষ্টাংশের বালাই নেই দেহে
ক্ষুধার্ত শকুনেরা উঁচু নারকেল গাছে
অপেক্ষার জিন তাকে উদ্বেল করে
পেরোবার নিয়ম নেই, নিষেধই যথেষ্ট
রক্তের ভেতর নাচায় নাচার শৃঙ্খল
দূরে বাতিঘরে সব দারোয়ান জানে
বীজচারা পোঁতা হবে সারা বর্ষাকাল
মাটির অনেক গভীরে জল
লাঠি ঘুরে চলে গেছে দূরে, গাছে ভগবান
ফুল,বেলপাতা,চন্দন – নস্যি কৌটোয় রাখা
এক রতি আফিম
দাদু ভাইদের জন্য, ঐটুকুই রেসের যোগান
ধন্যি ধন্যি হবে হয়তো-বা
তার উত্তরাধিকার