এই শরৎ এ
————————জেসমিন দীপা~
ভাদ্র মাসে পাকে তাল
গরমে প্রাণ হয় বেহাল,
শরৎ মানেই নয় কাশফুল,
শরৎ মানেই নয় আকাশ নীল৷
আজ শরৎ এর এমন চাল,
ঋতু বৈচিত্র্যে নাজেহাল,
বদলে গেল নিয়ম যত
সুখ ছিল আগে কত৷
আজও আকাশ তেমনি আছে
নীলকন্ঠি’র নীল,
আজও উড়ে আকাশ জুড়ে
সোনালি ডানার চিল৷
কাশবন আজও সাজে সাদা
পরী’র বেশে
রুপের মেয়ে গান গেয়ে যায়
মুক্ত ছড়ায় হেসে৷
কোথায় যেন ছন্দপতন
নেই কোথাও মিল,
বৈশ্বিক উষ্ণয়নে টালমাটাল
দেখি শুধু গরমিল৷
————————