এপিটাফ
ফরিদা বেগম
অযুত অশ্রু জলে নদী টলমল
মেঘ ঘন কালো নয় সূর্য ঝলমল
তোমাকে হারাই জীবন যাপনে রোজ
শ্রদ্ধা আর স্মরণে তোমারি খোঁজ।
মিশে আছো আজো শত কোটি প্রাণমনে
পদচিহ্নে এগিয়ে যাবো জাগরণে
শ্রেষ্ট বাঙালি অম্লান তুমি হে পিতা
তোমার আলো রাখবে ধরে স্বাধীনতা।