কবিতা-
- প্রশ্ন ?
কলমে-অবন্তী পিয়া
চট্টগ্রাম, বাংলাদেশ
কোথায় রেখেছো প্রিয় মানুষ’টার ছবি?
অনেক যত্নে সবার চোখের আড়ালে।
বুক পকেটে?
মানি ব্যাগে?
নাকি মোবাইল ফোনের গ্যালারি’তে?
আলতো ভাবে স্পর্শ করলেই
ভেসে উঠে চোখের সামনে ভেসে উঠে তার মুখ।
তার মায়াবী চোখের ভাষা কি তোমায় অস্থির করে তোলে?
সে নয় বনলতা সেন,তবুও-
তার দীঘল কালো চুল কি তোমার ছুঁয়ে দিতে ইচ্ছে করে?
যার ভাবনাতে কেটে যায় তোমার সারাবেলা,
তার ছবি কি করে তোমায় আনমনা?
কি কথা হয় তার সাথে চোখে চোখ রেখে?
রেখেছো যাকে অনেক যত্নে হৃদ মাঝারে।
দু’জনার হৃদ স্পন্দন এক হয়ে
হৃদয় বীণা কি বেজে উঠে এক সুরে?
কখনো কি জানতে চেয়েছেন কত’টা ভালোবাসে তোমাকে?
কখনো কি বলেছো তাকে,
যেমন তুমি তেমন তুমিই আমার কাছে সেরা,
সে সাধারণ তোমাতেই আমি মুগ্ধ,
তোমাতেই থাকি আমি মগ্ন।
কখনো বলেছো তাকে,
তুমিই প্রথম, তুমিই শেষ ভালোবাসা।
কখনো কি বলেছো তাকে?
রূপ নয়,
তোমার মনুষ্যত্ব’ই আমার প্রাণে জাগায়
প্রতিদিন নতুন করে বাঁচার আশা।