স্পর্শ ‘
– রুদ্র বারি
পৃথিবী তুমি পূর্ণ হও; মুক্ত হও পৃথিবী,
আলোকিত হও তুমি।
আমি আজ পূর্ণ হলাম,
আমি আজ তৃপ্ত হলাম।
আমি যে প্রিয়া কে পেলাম!
এ এক নব জাগরণ;
এ এক নতুন অনুভূতি।
জীবন ও হৃদয়ে এ এক নতুন শিহরণ।
আমি যে পুরুষ হয়ে উঠলাম,
ঈশ্বর হয়ে উঠলাম আমি!
আমি উর্বশী কে পেলাম।
বহু বার স্পর্শ করেছি মানব হৃদয়,
বহু বার স্পর্শ করেছি, পৃথিবী তোমায়।
স্পর্শ পেয়েছি প্রিয়তম, নক্ষত্র- জোছনার।
এমন উষ্ণতা, এমন মাদকতা পেয়েছি কোই?
এমন উথাল- পাথাল,
এমন মধুময়; এমন প্রেমময় ছিলো না কিছুই।
স্পর্শ করেছি শীতল দীঘির জল,
স্পর্শ করেছি চুঁড়ই পাখির ছানা,
স্পর্শ করেছি মানুষের শরীর।
করমর্দন করেছি অনেকের হাতে!
এমন চম্বুকতা ছিলনা কোথাও।
এমন শীতলতা ছিলো না কোথাও।
আমি আজ আমাকে পেলাম,
আমি আজ নারী কে পেলাম!
এই হাত, এই ঠোঁট,
এই বুক যেন স্বর্গীয়,
যেন স্বর্গের মদিরা থেকে এসেছে হৃদয়ে!
চিনলাম আপনাকে;
আপনার মাঝে আপনার অধিকার।