মোল্লা হারুন উর রশীদ ,কুড়িগ্রাম ঃ
গতকাল সকালে কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান এর কার্যালয়ে কবি আব্দুস ছালাম এর ২য় প্রকাশিত (মানুষের শান্তি ও সুখের উপায় কি? ) বই টির মোড়ক উন্মোচন করা হয়। এতে উপজেলা সমাজ সেবা অফিসার এসএম হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দীন আহম্মেদ মন্জু, বিশেষ অতিথি রিপোর্টাস ইউনিটির সভাপতি মোল্লা হারুন উর রশীদ. কাশিফুল উলুম ইসলামিয়া কও¦মি মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুর হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,সাংবাদিক আমানুর রহমান, সমাজসেবা কারিগরি প্রশিক্ষক মাহফুজার জেসমিন, সমাজকর্মি একে নুর মোহম্মদ, সহ আরো অনেকে। প্রসঙ্গত- সস্প্রতি কবি আব্দুস ছালাম এর প্রথম প্রকাশ কবিতার বই ”চলার পথে”মোড়ক উন্মোচন করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।