pic-1

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে আজ ১৫ ফেব্রুয়ারী বুধবার বেলা সাড়ে ১২টায়। কমলগঞ্জ থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রওশনুজ্জামান সিদ্দিকী। সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. আশফাকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ. ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, সাংবাদিক শাব্বির এলাহী, ইউপি মেম্বার রুপেন্দ্র কুমার সিংহ প্রমুখ। সভায় কমলগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে ব্যাপক আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *