1

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ১২ টায়। কমলগঞ্জ-শমশেরনগর সড়কের কুমড়িবিল ব্রীজের উপর এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ ও সাংবাদিক শাহীন আহমেদ সূত্রে জানা গেছে- গত মে মাসে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। নির্বাচনের পর থেকে বিজয়ী বর্তমান চেয়ারম্যান ফজলুল হক বাদশা’র অনুগত লোকজন সাংবাদিক শাহীনসহ তার সমর্থকদের বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়ানো এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় আলীনগর চৌমুহনীস্থ জাকির হোটেলে বাদশা চেয়ারম্যানের অনুগত কয়েকজন সাংবাদিক শাহীনকে দেখামাত্র উত্তেজিত হয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলতে থাকে। এ বিষয়ে তিনি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের শেষে মোটরবাইকযোগে বাড়ী ফেরার পথে রাত ১২ টার দিকে কমলগঞ্জ-শমশেরনগর সড়কের কুমড়িবিল ব্রীজে আসামাত্রই কামুদপুর গ্রামের ইজ্জাদুর রহমান ও লোকমান হোসেন, গকুলনগর গ্রামের আহাদ মিয়া, পূর্ব কালীপুরের আশিক মিয়াসহ আরও ৪-৫ জন অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। হামলায় মোটরবাইক ক্ষতিগ্রস্ত হয় এবং শাহীন আহমেদ দু হাত, পা ও কাধে আঘাতপ্রাপ্ত হন। এসময় শাহীন আহমেদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে কমলগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়রা শাহীন আহমেদকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা গ্রহন করান। এ ঘটনায় শাহীন আহমেদ কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সম্পর্কে জানার চেষ্টা করে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনার ব্যাপারে পরবর্তী করণীয় সম্পর্কে পরদিন শনিবার বিকাল ৫টায় কমলগঞ্জের সাংবাদিকরা এক জরুরী সভা করেছেন। এ ঘটনার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা করেছেন জেলার জুড়ী উপজেলার সাংবাদিকরা এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জারিয়েছেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন