শেখ শহীদুল্লাহ্ আল আজাদ . খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা বিভাগে গত তিনদিনে মারা যায় ১০ জন। এ নিয়ে এ পর্যন্ত বিভাগে করোনা মৃত্যুর সংখ্যা ৫শ ২২। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু খুলনা জেলায়, আর সবচেয়ে কম মেহেরপুরে। ২০২০ সালের ১০ মার্চ থেকে খুলনায় করোনা পরীক্ষার হিসাব রাখা শুরু হয়। এখন পর্যন্ত সরকারি হিসেবে ৫শ’ ২২ জনের মৃত্যু হয়েছে করোনার এ মহামারিতে। যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু খুলনায়। খুলনায় এখন পর্যন্ত মারা গেছে ১ শ’ ৩৩ জন। সবচেয়ে কম মৃত্যু মেহেরপুরে। ঐ জেলায় এ পর্যন্ত মারা গেছে ১৭ জন। এছাড়া মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কুষ্টিয়া ১শ’ জন। পর্যায়ক্রমে যশোর ৬৮, ঝিনাইদহে ৪৯, চুয়াডাঙ্গা ৪৮, সাতক্ষীরা ৩৭, বাগেরহাট ৩০, মাগুরা ২২ ও নড়াইল ২১ । খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, এ পর্যন্ত খুলনা বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২৯ হাজার ৯শ’ ৯০ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন ২৬ হাজার ২শ’ ৮১ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৩ হাজার ৫শ’ ৭২ জন।