মো:সাইফুল ইসলাম কাউনিয়া (রংপুর)প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় ৫ মাসের শিশু আসছিয়া জান্নতের বাঁচাতে আর্থিক মানবিক সাহায্যের প্রয়োজন। ব্রেণে পানি জমা নিয়ে জন্ম নেয়া অসুস্থ শিশুর চিকিৎসার জন্য মাত্র দুই থেকে তিন লাখ টাকা লাগবে।

সন্তানকে বাঁচাতে আর্থিক সহায়তা চান তাঁর অসহায় পরিবার। ইতোমধ্যে একমাত্র কন্যা শিশুর চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। আর এতদিন ধারদেনা করে চিকিৎসা করালেও এখন সেই সামর্থ্য নেই পরিবারটি। এ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে শিশুটি।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক শাহাবাজ গ্রামের দিনমজুর দম্পতির ৫ মাসের কন্যা আসছিয়া।জন্মের কিছুদিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া হয়। কিন্তু চিকিৎসায় সুস্থ না হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় শিশু আসছিয়ার মাথায় ব্রেনে পানি জমছে বলে জানানো হয়। । এ সময় চিকিৎসকেরা জানান অপারেশন ছাড়া তাকে সুস্থ করে তোলা সম্ভব নয়।

আর অপারেশনের জন্য কমপক্ষে দুই থেকে তন লাখ টাকা লাগবে। কিন্তু তিনমজুর বাবা শিশুটির চিকিৎসায় এতো টাকা কোথায় পাবেন (?) এই দুশ্চিন্তা নিয়ে শিশু সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। বর্তমানে প্রাণের ধন শিশু সন্তানকে বাঁচানো নিয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে পরিবারটি। অন্যদিকে দিন যতই যাচ্ছে, ততই অসুস্থ হয়ে পড়ছে সে।
শিশুটির অসহায় দিনমজুর পিতা আয়নাল হক বলেন,বর্তমানে নিত্যপণ্যের উর্ধ্বমূল্যের বাজারে দিনমজুরির আয়ে সংসার চালানোই কষ্টকর হয়ে পড়েছে। তারপরও অটো মিশুক বিক্রির টাকা আর ধার দেনা করে শিশু সন্তানের চিকিৎসায় অনেক টাকা-পয়সা ব্যয় হয়েছে। চিকিৎসক জানিয়েছেন অপারেশন না করলে শিশু সন্তান আসছিয়া কে বাঁচানো যাবে না। এ জন্য দুই থেকে তিন লাখ টাকা প্রয়োজন।
এ অবস্থায় হতদরিদ্র পিতা আয়নাল হক শিশু আসছিয়া কে বাঁচাতে সমাজের হৃদয়বান ও সম্পদশালী মানুষের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন তিনি। মানুষের মানবিক সাহায্যে বাঁচতে পারে ৫ মাসের অবুঝ শিশু আসছিয়া জান্নাত।

আসছিয়ার পরিবারের সাথে যোগাযোগ ও সাহায্য পাঠানোর জন্য পিতা আয়নাল হকের মোবাইল নাম্বার ০১৯৮৬১৩১১৮৬!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *