মো: সাইফুল ইসলাম কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় সমাজসেবা অফিসের ভাতা ভোগীদের বসার জন্য স্থায়ী বেঞ্চনির্মাণ এর টাকা আত্বসাৎ এর পায়তারার অভিযোগ উঠেছে উপজেলা সমাজসেবা অফিসারের বিরুদ্ধে।
বিশ্বস্ত সুত্রে জানা গেছে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা সমাজসেবা অফিসের প্রতিবন্ধী ও ভাতা ভোগীদের বসার জন্য স্থায়ী বেঞ্চনির্মাণ এর জন্য বিভাগীয় কমিশনার রংপুর হতে ৫০ হাজার টাকা গত ০৯ নভেম্বর ২০২০ ইং তারিখে বরাদ্দ প্রদান করেন যাহা কর্মসূচির অর্থ উত্তোলন ও বাস্তবায়নের সময়সীমা ৩১-১২-২০২০ ইং পর্যন্ত।
সরজমিনে গিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে দেখা যায় যে ব্রেঞ্চটি স্হাপন করার কথা থাকিলো ২ বছর অতিবাহিত হলেও আদৌ নির্মাণ হয়নি, সমাজ সেবা অফিসে আসা ভাতা নিতে আসা কিছু ভুক্তভোগী আক্ষেপ করে বলেন হামরা গরীব অসুস্থ মানুষ বাহে এই অফিস আসলে এখনা বসার জায়গা নাই, তাই মাটিত বসি আছি।
এ বিষয়ে উপজেলা সমাজ সেবা অফিসার সামিউল আলম এর সাথে কথা হলে তিনি জানান, টাকা পিআইও অফিসারে কাছে আছে,যায়গার সমস্যার কারনে এখনো বেঞ্চটি তৈরি করা হয়নি, যায়গাটি নির্ধারণ করা হলে দ্রুত কাজ করা হবে। কিন্তু বরাদ্দের টাকা পিআইও স্যারের কাছে এখনো আছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান হাবীব সরকার জানান, আমার কাছে কোন টাকা নেই টাকা সমাজ সেবা অফিসার সামিউল সাহেবের কাছে আছে।
এ ব্যাপারে রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন মুঠোফোনে জানতে চাইলে বলেন,আমি ২০২২ সালে যোগদান করেছি আপনার মাধ্যমে জানতে পারলাম যে, কাউনিয়া উপজেলায় সমাজসেবা অফিসের ভাতা ভোগীদের বসার জন্য স্থায়ী বেঞ্চনির্মাণ এর ৫০হাজার টাকা দেয়া হয়েছে কাজ না হয়ে থাকলে নিয়ম অনুযায়ী যেটা ব্যাবস্থা নেওয়া দরকার আমি নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন