আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম।।

কুড়িগ্রামে এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর পৃষ্টপোষকতায় এপেক্স ক্লাব অব বগুড়ার উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার দিবসটি উপলক্ষে দিনভর কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটরিয়াম হলে আলোচনা সভা ও সংগীতা অনুষ্ঠান পরিবেশীত হয়।

এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট এপে. নিজাম উদ্দিন পিন্টু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, এপে. ডা: এএইচএম মশিহুর রহমান, এপে. সৈয়দ নুরুর রহমান, এপে. মোরশেউল আলম, এপে. ইলিয়াস জসিম, এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি মো: আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

কুড়িগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানসহ অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশের বিভিন্ন জেলার এপেক্স ক্লাবের ৪ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে এপেক্স ক্লাব অব বগুড়ার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা। পরে সঙ্গীত পরিবেশন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সাম্প্রতিক কুড়িগ্রাম।

সন্ধায় একক নজরুল সঙ্গীত পরিবেশন করবেন বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *