মারুফ সরকার ,ঢাকা :
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এখন প্রয়োজন তার উন্নত চিকিৎসা। সরকার ও বিরোধী দল পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে, কীভাবে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যাপারে দেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ভার্চুয়াল সভার মাধ্যমে সমাধানে আসতে পারে।খালেদা জিয়ার অবস্থা এখনো ক্রিটিকাল, অথচ এই দুটি দল পরস্পর পরস্পরের বিরুদ্ধে এখনো বক্তব্য দিয়ে চলেছে, যা অত্যন্ত দুঃখজনক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, ইতিপূর্বে নির্বাহী আদেশে মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গুলশান বাসা ফিরোজায় থাকার সুযোগ করে দিয়েছেন।
একজন অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা চিন্তা করে তিনি যদি এই আদেশ দিতে পারেন, তাহলে মানবিক কারণে তার উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ যাত্রার জন্য নতুন নির্বাহী আদেশ দিতে বাধা কোথায়? আমরা আশা করব, ঈদুল ফিতরের আগেই মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সকল ব্যবস্থা করবেন, এই বক্তব্য তিনি ভার্চুয়াল কিংবা বিবৃতির মাধ্যমে প্রদান করে একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন।