খাদিজা খানম,কালকিনি (মাদারীপুর) সংবাদদাতাঃ
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার জুরগাও বাজার সংলগ্ন খলিশাডুবি গ্রামে রাজা মিয়া নামের এক কৃষকের বসতঘরে ভয়াবহ অগ্নীকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। গতকাল( বুধবার) দিবাগত রাতে এঘটনা ঘটে এবং আগুনের লেলিহান শিখা দেখে আগুন নেভাতে গ্রামবাসী ঝাঁপিয়ে পড়ে। খবরপেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। ঘরে এক ঠিকাদারের রাখা সড়কের জন্য ৭লক্ষ টাকার কার্পেটও ছিল আগুনে তাও পুড়ে যায়। বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে।