হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো ও দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক প্রমুখ। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) খন্দকার মোদাচ্ছির বিন আলী, সাবেক সিভিল সার্জন ডা. এস. এম আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আফতাব উদ্দিন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট এসএম আব্রাহাম লিংকন, সাবেক দুপ্রক সভাপতি সামিউল হক নান্টু, জেলা সনাক সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, বাংলাদেশ মহিলা পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রওশন আরা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন
সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা সচেতন নাগরিক কমিটি সনাক।