শফিকুল ইসলাম শফি কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
করবো ভূমি পুনরুদ্ধার মরুময়াতা অর্জন ,করতে হবে মোদের খরা সহনশীলতা এই
প্রতিপাদ্যে কুড়িগ্রামের চিলামারী, উলিপুর ও রাজারহাট উপজেলায় সীডস
প্রোগ্রামের আয়োজনে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেসন (ইএসডিও)এর বাস্তবায়নে স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগীতায় সীডস প্রকল্প অফিসে উপজেলা কো-
অর্ডিনেটর জেসমিন নাহারের পরিচালনায় ৫জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ পালন করা
হয়েছে। দিনব্যাপি উপজেলার ৩২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ০৬টি সংলাপ সেন্টার,
৯টি ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে বৃক্ষ রোপনকরাসহ র‌্যালি আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য,
শিক্ষক, এসএমসি সদস্য, কিশোর কিশোরী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং
ইএসডিও এর উন্নয়ন কর্মীবৃন্ধসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *