কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাশক, পুলিশ সুপার, নির্বাচন অফিসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্তাব্যক্তিবর্গ যে কেন মূল্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচন কুড়িগ্রাম সদর, উলিপুর ও রাজারহাটে সম্পন্নের লক্ষ্যে জেলার কোর কমিটি ও আইন শৃঙ্খলার সদস্যবর্গ গত ২০ ও আজ ২১ মে ২০২৪ রাতভর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ও আইন-শৃংখলা পরিস্থিতি সমন্ধে অবগত হোন ও বিভিন্ন পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদধ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো আলমগীর হোসেন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্তাব্যক্তিবর্গ।
নির্বাচনী আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করনার্থে তারা বদ্ধ পরিকর।
কেউ নির্বাচনী আইনের ব্যত্যয় ঘটায় কিনা সে ব্যাপারেও বিভিন্ন এলাকায় খোজ খবর নেন গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *