কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ও নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড সাধারন সদস্য পদে এবং বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে বিগত ইউপি নির্বাচনে দুই প্রতিদ্বন্দি প্রার্থী সমভোট পাওয়ায় পুনঃভোট হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের স্বারক নং৪৮২আদেশ বলে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসের স্বারক নং-৫৪১বলে উপজেলা নির্বাচন কর্মকর্তাদ্বয় সকল প্রস্তুতি সম্পর্ন করেছেন। নাগেশ্বরী উপজেলা নির্বাচন কর্মকর্তা মসিউর রহমান জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক নির্ধারিত ৩১অক্টোবর তারিখে ভোট গ্রহন করা হবে। সরেজমিন খবর নিয়ে জানা গেছে তিন ইউনিয়নের ৬জন প্রতিদ্বন্দি প্রার্থী জোরেসোরে তাদের প্রচার প্রচরনার কাজ শুরু করে দিয়েছেন।