কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৩১ জুলাই
কুড়িগ্রামে মাদক জুয়া বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে অভিভাবক সভার আয়োজন করেছে ফ্রেন্ডশীপ।রবিবার ৩১শে জুলাই দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরভগবতীপুরে এ অভিভাবক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোঃ রাশেদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর।আঞ্চলিক ব্যবস্থাপক, মুহাম্মদ নাঈম কামরান,ফেন্ড্রশীপ। আঞ্চলিক সমন্বয়কারী আবদুস সালাম,গোলাম মোস্তফা সিনিয়র ম্যানেজার শিক্ষা কার্যক্রম ফেন্ডশীপ প্রমুখ।
এসময় কুড়িগ্রাম সদর ইউএনও মোঃ রাশেদুল হাসান বলেন, বাল্য বিবাহ যেকোন উপায়ে বন্ধ করতে হবে এর মুল দায়িত্ব নিতে হবে প্রত্যেক বাবা মাকে।পরিবার থেকে যদি বাল্য বিয়ে বন্ধ করা না হয় তাহলে সামাজিকভাবে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব হবে না।তাই সবাইকে ঐক্য বদ্ধভাবে বাল্য বিয়ে বন্ধে সোচ্চার থাকার আহবান জানান তিনি।
ফ্রেন্ডশীপের আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ নাইম কামরান বলেন, সমাজকে গড়ে তুলতে হলে একজন সুশিক্ষিত মায়ের প্রয়োজন হয়।একজন মা-ই পারেন তার সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে। তাই বাল্য বিয়ের কুফল সম্পর্কে প্রত্যেক মায়ের সঠিক ধারনা জানা থাকলে বাল্য বিয়ের এই সামজিক ব্যাধি থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।