কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে ভোটাধিকার হরণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পুরাতন পোষ্ট অফিস পাড়াসথ জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ সভাপতি জহুরুল আলম, যুগ্ন সম্পাদক অধ্যাপক মাঃ হাসিবুর রহমান হাসিব, কোষাধ্যক এ্যডভোকেট রুহুল আমিন, ক্রিড়া সম্পাদক সামিউর রহমান হিরা, পরিবার কল্যান সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রঞ্জু,সাইয়েদ আহমেদ বাবু, গোলাম রব্বানি, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি নাসিম পারভেজ তারা, পৌর যুবদল সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক রকিবুল হাসান রকি, ছাত্র দল নেতা ইকবাল রাবি, জাকির হাসান, বিপুল আহমেদ প্রমুখ।
বক্তারা গত ২০১৮ সালের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে নেয়ায় সরকারের সমালোচনা করে বলেন, অবিলম্বে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। অবিলম্বে দেশ নেত্রী বেগম জিয়ার সু-চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে। বক্তারা আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পদ ত্যাগের দাবিতে দলের সকল পর্যায়ের নেতা কর্মিদের জনগণকে সম্পৃক্ত করে রাজপথ দখলে ননয়ার আহবান জানান